গুরুত্বপূর্ন প্রশ্ন

প্রশ্ন: উদ্ভাসের পরিচালক কে?

প্রশ্ন: আমি একজন মফস্বলের ইন্টারনেট সেবাদানকারী। চাঁদা না দেওয়ার কারনে আমাকে ব্যবসা করতে দিচ্ছে না। এখন কি করনীয়?

প্রশ্ন: ছয় দফা কর্মসূচি বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কেন?

প্রশ্ন: কম্পিউটারের মূল মেমোরি কিসের তৈরি?

প্রশ্ন: বিসিক কুমিল্লায় মোট কয়টি শিল্পনগরী রয়েছে?

প্রশ্ন: Vowel কাকে বলে কত প্রকার ও কি কি?

প্রশ্ন: Sentence (সেনটেন্স) কাকে বলে কত প্রকার ও কি কি?

প্রশ্ন: ভাষা কত প্রকার ও কি কি?

মুরগী বিরিয়ানি রান্না করতে হয় কিভাবে?

ডাইনিং আউট

বিরিয়ানি আমার খুব প্রিয় খাবার। কিন্তু রান্না করতে গিয়ে পারিনি কেউ আমাকে বিরিয়ানি রান্নার রেসিপিটা বলেন।

এই প্রশ্নের ৪ টি উত্তর আছেঃ-

উত্তর: alal কর্তৃক

উপকরণঃ মুরগির মাংসের ৮ টি বড় টুকরো, বাসমতি চাল – ১ কেজি , গোলমরিচ – ৫ টি, টকদই – ১ কাপ , আদা, রসুন বাটা – ১ টেবিল চামচ করে , এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, ধনে, জিরা গুঁড়া – ১/২ চা চামচ করে , লংকা গুড়ো – ১ চা চামচ , পেঁয়াজ কুচি – ১ কাপ , টমেটো – ২ টি (টুকরো করা) , গরম মশলা গুড়ো – ১ চা চামচ , বিরিয়ানি মশলা – ১ চা চামচ , গোলমরিচ গুড়ো – ১/২ চা চামচ , মেথি – ১/২ চা চামচ , লেবুর রস – ২ টেবিল চামচ , কাঁচালংকা – ৫ টি (কুচি) , পুদিনা পাতা কুচি – ১ টেবিল , ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ , দুধ – ১/২ কাপ (জাফরান মিশানো) , লবণ – পরিমাণমতো , তেল – ১ কাপ , ঘি – ৩ টেবিল চামচ।

প্রণালিঃ চাল ১০ মিনিট ভিজিয়ে রেখে আস্ত গরম মশলা ও লবণ দিয়ে সিদ্ধ করুন । মুরগির মাংস, টকদই, হলুদ, ধনে, জিরা গুড়ো, মরিচ গুড়ো, আদা, রসুন বাটা একত্রে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করুন । তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে টমেটো দিয়ে ভুনে নিন । এবার ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন । প্রায় সিদ্ধ হয়ে গেলে লেবুর রস, মেথি, গোলমরিচ গুড়ো, গরম মশলা গুড়ো, বিরিয়ানি মশলা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন । জল শুকিয়ে তেল ভেসে উঠলে নামিয়ে নিন । এবার একটি বড় পাত্রে প্রথমে রান্না করা মাংস, তার উপর সিদ্ধ চাল, কাঁচালঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা কুচি দিয়ে পুনরায় এভাবে আরেকটি লেয়ার করে তার উপর দুধ, ঘি ও লবণ ছিটিয়ে দিয়ে ভালো করে ঢেকে ৩০ মিনিট পর নামিয়ে নিয়ে পরিবেশন করুন ।

উত্তর: miki কর্তৃক

উপকরণ ও পরিমানঃ
– মুরগীর মাংস, ১ কেজি
– বাসমতী চাল, ১ কেজি
– নূতন গোল আলু, ২৫০/৩০০ গ্রাম
– পেঁয়াজ কুঁচি, হাফ কাপ
– আদা বাটা, দেড় টেবিল চামচ
– রসুন বাটা, দেড় টেবিল চামচ
– জিরা গুড়া, ১ চা চামচ
– কাঁচা মরিচ বাটা, দুই টেবিল চামচ (ঝাল বুঝে)
– গোল মরিচ বাটা, আধা চা চামচ
– জয়ত্রী বাটা, হাফ চা চামচ
– জয়ফল বাটা, এক চিমটি
– বাদাম বাটা, হাফ কাপ বা তার কম (কাজু বাদাম বাটা হলেও চলবে)
– গরম মশলা (লবঙ্গ কয়েকটা, এলাচি কয়েকটা, দারুচিনি কয়েক পিস)
– লবন, পরিমান মত
– চিনি, হাফ চা চামচ
– কিসমিস, দুই টেবিল চামচ
– খেজুর, স্লাইস করে কাটা, একটা
– দুধ, দেড় কাপ
– কয়েকটা আস্ত কাঁচা মরিচ (বুঝে)
– তেল, পনে দুই কাপ (বাসমতী চালে তেল একটু বেশি লাগে, তেল কম হলে বাসমতী চাল খসখসে দেখায়, স্বাদ কমে যায়, দেশী পোলাউ চালে তেল কম দিলেও চলে)
– ঘি, তিন চামচ (ঘি না থাকলে নাই)
– পানি (গরম হলে ভাল, রান্না শুরুর আগে কিছু পানি গরম করে রেখে দিতে পারেন তবে না হলে নাই, ব্যাপার না!)
নন স্টিকি পাত্রে রান্নাই উত্তম। সাধারন সিলভারের পাত্রে রান্নায় আরো বেশি মনোযোগী হতে হবে এবং আগুন সব সময়েই মাঝারি আঁচে রাখতে হবে।
প্রস্তুত প্রনালীঃ
১। চাল প্রিপারেশন

বাসমতী চাল ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখুন। এর পর আলাদা একটা হাড়িতে চাল গুলোকে হাফ সিদ্ধ (ফুটিয়ে) করে পানি ঝরিয়ে রাখুন। বাসমতী চাল শক্ত এবং সহজে মজে না ফলে এই হাফ সিদ্ধ করে নিতে হবে।
২। মশলা প্রিপারেশন

আপনি চাইলে গোল মরিচ, জয়ত্রী, জয়ফল,  বাদাম,  গরম মশলা (লঙ্গ, এলাচি কয়েকটা, দারুচিনি কয়েক পিস) একসাথে সামান্য ভেজে তার পর বেটে নিতে পারেন (এতে স্বাদ বাড়ে তবে সেই স্বাদ বুঝতে হলে জিহব্বার উপর আস্তা রাখতে হবে। হা হা হা)। আর আলাদা আলাদা করে বাটা থাকলেতো কথাই নেই! মারহারা!
৩। আলু প্রিপারেশন

আলু ছিলে হাফ সিদ্ধ করে সামান্য তেলে আলু গুলোকে ভেজে রাখতে হবে।
৪। মুল রান্নাঃ

যে পাত্রে (পাত্র সিলেকশনে খেয়াল রাখতে হবে, সব কিছু মিলিয়ে পাত্রে কত কেজি জায়গা হয় তা আগেই বুঝে নিতে হবে) বিরিয়ানী রান্না করেবেন তাতে মুরগীর মাংস দিন এবং তেল সহ উপরে উল্লেখিত সব মশলা, ভেজষ এবং লবন/চিনি দিয়ে ভাল করে মাখিয়ে নিন।  (দুধ ছাড়া)

হাফ কাপ পানি সহ এবার চুলায় মাধ্যম আঁচে পাত্রে ঢাকনা দিয়ে মিনিট ২০ জ্বাল দিতে থাকুন। মাঝে মাঝে নাড়িয়ে দিতে ভুলবেন ন
ঠক এই অবস্থায় এসে যাবে। এখানে বলে রাখি দেশী মুরগী হলে আরো একটু পানি দিতে হত।

এবার ভেজে রাখা আলু গুলো দিয়ে দিন।

এবার দুধ দিন এবং ভাল করে মিশিয়ে কয়েক মিনিট জ্বাল দিন।

এবার হাফ সিদ্ধ করে রাখা বাসমতী চাল দিয়ে দিন।

অতিরিক্ত আর পানি লাগার কথা নয়। তবে হাতের কাছে পানি রাখুন, লাগলে দেয়া যেতে পারে। এই পর্যায়ে লবন দেখুন। এই ভেসে থাকা পানিটাইয় একটু বেশি লবন হতে হবে, যাকে আমরা কটা স্বাদ বলি। এবার ঢাকনা দিয়ে মাধ্যম আঁচে মিনিট ১৫ রাখুন। মাঝে উলটে দেখে নিবেন। চাল বেশীক্ষন ভিজিয়ে রাখলে সময় কম লাগতে পারে। চুলার ধার ছেড়ে যাবেন না।

ঠিক এমন অবস্থায় এসে যাবে।

এবার শহুরে দমের (চুলায় একটা তাওয়া দিয়ে তার উপর বিরিয়ানির পাতিল রাখুন, আগুন মাধ্যম আঁচে থাকবে বা কমিয়েও দেয়া যেতে পারে) ব্যবস্থা করুন।

ঠিক চাল এই রকম ঝরঝরে হয়ে উঠবে। (যদি/ইনকেইস চাল শক্ত থাকে তবে সামান্য পানি ছিটিয়ে আবারো ভাল করে নাড়িয়ে দিতে পারেন এবং দমেই হয়ে উঠবে।)

সময় না থাকলে কিংবা রান্নায় দেরী হয়ে গেলে (!) খাবার টেবিলেই হাড়ি নিয়ে রাখতে পারেন। যার যা ইচ্ছা গরম গরম উঠিয়ে নিয়ে খেতে পারে।

উত্তর: shanta কর্তৃক

উপকরণ ও পরিমানঃ
– মুরগীর মাংস, ১ কেজি
– বাসমতী চাল, ১ কেজি
– নূতন গোল আলু, ২৫০/৩০০ গ্রাম
– পেঁয়াজ কুঁচি, হাফ কাপ
– আদা বাটা, দেড় টেবিল চামচ
– রসুন বাটা, দেড় টেবিল চামচ
– জিরা গুড়া, ১ চা চামচ
– কাঁচা মরিচ বাটা, দুই টেবিল চামচ (ঝাল
বুঝে)
– গোল মরিচ বাটা, আধা চা চামচ
– জয়ত্রী বাটা, হাফ চা চামচ
– জয়ফল বাটা, এক চিমটি
– বাদাম বাটা, হাফ কাপ বা তার কম (কাজু
বাদাম বাটা হলেও চলবে)
– গরম মশলা (লবঙ্গ কয়েকটা, এলাচি
কয়েকটা, দারুচিনি কয়েক পিস)
– লবন, পরিমান মত
– চিনি, হাফ চা চামচ
– কিসমিস, দুই টেবিল চামচ
– খেজুর, স্লাইস করে কাটা, একটা
– দুধ, দেড় কাপ
– কয়েকটা আস্ত কাঁচা মরিচ (বুঝে)
– তেল, পনে দুই কাপ (বাসমতী চালে তেল
একটু বেশি লাগে, তেল কম হলে বাসমতী
চাল খসখসে দেখায়, স্বাদ কমে যায়, দেশী
পোলাউ চালে তেল কম দিলেও চলে)
– ঘি, তিন চামচ (ঘি না থাকলে নাই)
– পানি (গরম হলে ভাল, রান্না শুরুর আগে
কিছু পানি গরম করে রেখে দিতে পারেন
তবে না হলে নাই, ব্যাপার না!)

উত্তর: abir কর্তৃক

মুরগি কিনে রেডি করে নিতে হবে, তারপর বাজি করতে হবে, বিরিয়ানির চাউল ও অন্যান্য জিনিস রেডি করতে হবে, মাঝামাঝি সময়ে মুরগি এড করলেই পেয়ে যাবেন সাদের বিরিয়ানি

t
f

একই ধরণের প্রশ্ন

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির আবেদন কিভাবে করতে হয়?

উত্তর: apply now [honours] ক্লিক করতে হবে । পাথ্রীকে ছকে উল্লেখিত... বিস্তারিত

প্রশ্ন: আমরা কিভাবে রপ্তানি বৃদ্ধিতে মানবসম্পদকে ব্যবহার করতে পারি?

উত্তর: বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরিত করে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে... বিস্তারিত

প্রশ্ন: পড়াশোনার পাশাপাশি কিভাবে টাকা উপার্জন করতে পারি?

উত্তর: মাধ্যমে টাকা উপার্জন করতে পারি। তাছাড়াও কিছু পার্ট টাইম জবের... বিস্তারিত

প্রশ্ন: বিনোদন কিভাবে একজন মানুষের দৈনন্দিন কাজকর্মের গতি বৃদ্ধিতে সাহায্য করতে পারে?

উত্তর: কাজের পর মানুষ শান্তির জন্য বিনোদন জগতে চলে আসে.. অর্থাৎ,রেডিও, টেলিভিশন,হেডফোনে... বিস্তারিত

প্রশ্ন: কিভাবে পরীক্ষাতে ভাল ফলাফল করতে পারি?

উত্তর: প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা। ৩) ভাল টেস্ট পেপার অনুসরণ... বিস্তারিত

প্রশ্ন: আমরা সরকারের কাজে কিভাবে অংশগ্রহণ করতে পারি?

উত্তর: হার বাড়াতে পারি। ২) আয়কর দিয়ে রাজস্ব বাড়াতে পারি। ৩) বিভিন্ন কারিগরি... বিস্তারিত

প্রশ্ন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন কিভাবে করতে হয়?

উত্তর: apply করে ফরম পূরন করতে হবে। ২। প্রিন্ট করা আবেদন ফরমে... বিস্তারিত

প্রশ্ন: এখানে কিভাবে ইনকাম করব?

উত্তর: উত্তর দিয়ে পয়েন্ট উপার্জন করতে পারবেন। তারপর উপার্জিত পয়েন্টের বিনিময়ে... বিস্তারিত

প্রশ্ন: আমি এখানে লিংক বিল্ডিং বানিয়ে কি টাকা ইনকাম করতে পারব?

প্রশ্ন: কিভাবে অনলাইন থেকে টাকা আয় করবেন । টাকা উপার্জন মাধ্যম সমূহ

উত্তর: এই সকল মাধ্যমে আপনি সহজেই ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে আয়... বিস্তারিত

প্রশ্ন: কিভাবে একটি সুন্দর বাগান তৈরি করা যায়

উত্তর: জায়গাটি বাগান করার উপযোগী করা ৪) চারা বাছাই করে লাগানো ৫) বাগানে... বিস্তারিত

প্রশ্ন: শীতে কিভাবে শরীরের যত্ন নেব?

উত্তর: করে।... বিস্তারিত

প্রশ্ন: কাজ এবং পরিবার একসাথে কিভাবে দুটি সামাল দিতে পারি

উত্তর: তাই কাজ করতে গেলে তাদেরকে এড়িয়ে যাওয়া ঠিক না। তাদের... বিস্তারিত

প্রশ্ন: ব্যবসা করতে কি কি ডকুমেন্ট দরকার?

উত্তর: বাংলাদেশি হলে জাতীয়তা,বড়ো ব্যাবসাহি হলে ব্যাবসার অনুমতি পত্র বা লাইন্সেন... বিস্তারিত

প্রশ্ন: আচার ব্যবহার দেখে কিভাবে সঠিক মানুষ চেনা যায়?

উত্তর: কথা বলবেনা ৩ বড়দের সম্মান দেবে ৪ ছোটদের স্নেহ করবে ৫ অকারনে... বিস্তারিত

প্রশ্ন: কম্পিউটারকে সমস্যা মুক্ত রাখতে হলে কি করতে হবে?

উত্তর: ভিডিও না দেখা। ২) এন্ট্রি ভাইরাস ব্যবহার করা।... বিস্তারিত

প্রশ্ন: কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি?

উত্তর: নতুন নতুন শিল্পের বিকাশ ঘটে। ... বিস্তারিত

প্রশ্ন: ব্যবসা করতে কি কি যোগ্যতা লাগে?

উত্তর: জ্ঞান ৩) প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার ক্ষমতা। ৪) ব্যবসা সম্পর্কে প্রশিক্ষণ ৫)... বিস্তারিত

প্রশ্ন: বাড়িতে কিভাবে নিরাপদে থাকা যায়?

উত্তর: বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী বন্ধ রাখা। ২) বাড়িতে দা, বটি, ছুরি... বিস্তারিত

প্রশ্ন: বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কিভাবে পরিবর্তন করা যায়?

উত্তর: পর্যাপ্ত পদক্ষেপ নিতে হবে। ২) বাং লাদেশের বিশাল জনসংখ্যাকে জনশক্তিতে... বিস্তারিত

প্রশ্ন: এখানে কিভাবে ইনকাম করব?

উত্তর: উত্তর দিয়ে পয়েন্ট উপার্জন করতে পারবেন। তারপর উপার্জিত পয়েন্টের বিনিময়ে... বিস্তারিত

প্রশ্ন: আমি এখানে লিংক বিল্ডিং বানিয়ে কি টাকা ইনকাম করতে পারব?

প্রশ্ন: কিভাবে অনলাইন থেকে টাকা আয় করবেন । টাকা উপার্জন মাধ্যম সমূহ

উত্তর: এই সকল মাধ্যমে আপনি সহজেই ইনকাম করতে পারবেন। ফেসবুক থেকে আয়... বিস্তারিত

প্রশ্ন: কিভাবে একটি সুন্দর বাগান তৈরি করা যায়

উত্তর: জায়গাটি বাগান করার উপযোগী করা ৪) চারা বাছাই করে লাগানো ৫) বাগানে... বিস্তারিত

প্রশ্ন: শীতে কিভাবে শরীরের যত্ন নেব?

উত্তর: করে।... বিস্তারিত

তথ্য: দুই বা তিন তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

তিন তলা বাড়ির ফাউন্ডেশন খরচ হিসাব করা হয়েছে। আশা করি... বিস্তারিত

তথ্য: কলাম বা পিলারে রডের হিসাব

কলাম বা পিলারে রডের হিসাব জানতে পারব। « কলামের মাপ « মেইন... বিস্তারিত

তথ্য: রডের ওজন বের করার নিয়ম (সূত্র সহ)

কেজি এই দুই নিয়মেই রডের ওজন বের করা যায়। অর্থাৎ... বিস্তারিত

তথ্য: রডের হিসাব (সুতা, মিলি ও কেজি)

এই দুইভাবে এবং ওজন কেজিতে হিসাব করা হয়। সুতা ও... বিস্তারিত

তথ্য: ভালো সিমেন্ট চেনার উপায় জানুন

... বিস্তারিত

প্রশ্ন: কাজ এবং পরিবার একসাথে কিভাবে দুটি সামাল দিতে পারি

উত্তর: তাই কাজ করতে গেলে তাদেরকে এড়িয়ে যাওয়া ঠিক না। তাদের... বিস্তারিত

প্রশ্ন: ব্যবসা করতে কি কি ডকুমেন্ট দরকার?

উত্তর: বাংলাদেশি হলে জাতীয়তা,বড়ো ব্যাবসাহি হলে ব্যাবসার অনুমতি পত্র বা লাইন্সেন... বিস্তারিত

প্রশ্ন: আচার ব্যবহার দেখে কিভাবে সঠিক মানুষ চেনা যায়?

উত্তর: কথা বলবেনা ৩ বড়দের সম্মান দেবে ৪ ছোটদের স্নেহ করবে ৫ অকারনে... বিস্তারিত

প্রশ্ন: কম্পিউটারকে সমস্যা মুক্ত রাখতে হলে কি করতে হবে?

উত্তর: ভিডিও না দেখা। ২) এন্ট্রি ভাইরাস ব্যবহার করা।... বিস্তারিত

প্রশ্ন: কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি?

উত্তর: নতুন নতুন শিল্পের বিকাশ ঘটে। ... বিস্তারিত

প্রশ্ন জিজ্ঞেস করুন

সাধারন জ্ঞান জিজ্ঞেস করুন

সাইন আপ

লগ ইন

সাধারণ জ্ঞান

লিংক বিল্ডিং

পয়েন্ট উপার্জন

বিজ্ঞাপন

লিংক ও নীতিমালা