প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান
বাংলাদেশকে সোনার দেশ বলা হয়। কিন্তু বাংলাদেশে কোন সোনার খনী নেই। শুধুমাত্র কৃষি ক্ষেত্রে সম্ভাবনার জন্যই বাংলাদেশকে এই উপাধি দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অনেক অবদান।উত্তর: TANY2016 কর্তৃক
বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের ৮০% মানুষ প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশে উত্পাদিত পন্য, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ও রপ্তানি করা হয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই কৃষি পণ্য দিয়ে।
উত্তর: SAHHIN কর্তৃক
বাংলাদেশ একটি কৃষি প্রধানদেশ , বাংলাদশের আর্থনীতিতে কৃষি এক বিরাট ভুমিকা রাখতে পারে , কৃষকেরা ভালো উত্পাদনশীল ফলল আবাদ করলে আমরা তা দিয়ে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি আমরা বৈদেশিক মূদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে কার্যকারি ভুমিকা পালন করতে পারি এবং সাফল্যের সাথে করছি
উত্তর: ASMASHANTA কর্তৃক
১ বাংলাদেশে ২ ধরনের কৃষিজ দ্রব্য যথা - খাদ্য জাতীয় ও অথকরী কৃষিজ দ্রব্য রয়েছে। ২ ধান, গম, ভুট্টা, আলু,মসলা বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় কৃষি দ্রব্য। ৩ বাংলাদেশের অথকরী কৃষিদ্রব্য গুলো হল : পাট, চা, তামাক ইত্যাদি। ৪ এগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অজন করা হতে। ৫ মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় ৪৪%।
উত্তর: RAJONCOLD কর্তৃক
যে সমস্ত দেশ (পশ্চিমা দেশ) অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করেছে সব অর্থনীতির একই ধরনের কাঠামো ছিল। প্রথম দিকে অর্থনীতি ছিল কৃষিনির্ভর, তারপর শিল্পের দিকে যাত্রা করেছে। বিশেষ করে শিল্পের অগ্রগতির শুরুটা আবার বস্ত্র খাতের উন্নতি দিয়ে হয়। যেমন ইংল্যান্ডে হয়েছিল। বাংলাদেশও সেই পথেই যাচ্ছে।
