English

গুরুত্বপূর্ন প্রশ্ন

প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা কয়টি ও কি কি?

প্রশ্ন: কক্সবাজার জেলার উপজেলা কয়টি ও কি কি?

প্রশ্ন: লক্ষ্মীপুর জেলার উপজেলা কয়টি ও কি কি?

প্রশ্ন: নড়াইল জেলার উপজেলা কয়টি ও কি কি?

প্রশ্ন: নড়াইল জেলার উপজেলা কয়টি ও কি কি?

প্রশ্ন: মাগুরা জেলার উপজেলা কয়টি ও কি কি?

প্রশ্ন: চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলা কয়টি ও কি কি?

প্রশ্ন: সাতক্ষীরা জেলার উপজেলা কয়টি ও কি কি?

প্রশ্নউত্তর ডট কম বাংলা ভাষার বৃহত্তম প্রশ্ন উত্তর কমিউনিটি সাইট

www.prosnoottor.com

পরিদর্শন করুন

প্রশ্ন: তথ্য প্রযুক্তির দশটি উপকারী এবং অপকারী দিক

কম্পিউটার এবং ইন্টারনেট

সব কিছুরই ভাল খারাপ রয়েছে। তেমনই অনেক ভালর পাশাপাশি তথ্য প্রযুক্তির কিছু খারাপও রয়েছে। ফলে তথ্য প্রযুক্তির সেই খারাপ গুলো সম্পর্কে জানা থাকলে ব্যবহার করতে আমাদের সুবিধা হয়।

উত্তর: (৪)

উত্তর: alal কর্তৃক

উপকারিঃ 1*দেশ উন্নয়নের চাবি কাটি 2*সহজে বেকারত্ব দুর করা যায় 3*ইন্টানেট থেকে সহজে ভালো কিছু শেখা যায় 4*অল্প সময়ে অন্যের সাথে যোগাযগ করা যায় 5*খুব সহজে আবহাওয়া বার্তা যানা যায়* 6*ইন্টারনেটের মাধ্যমে প্রতিভাব ছড়িয়ে দেওয়া যায় 7*একজন ব্যাক্তির উন্নয়নের চবি কটি 8*আয়ের সহজ পথ 9*যে কোনো তথ্য সহজে যানা 10*এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে তর্য আদান প্রদান করা

উত্তর: miki কর্তৃক

তথ্যপ্রযুক্তির ১০ টি উপকারী দিক।
১) এর মাধ্যমে সহজে স্টাডি করতে পারি।
১) অনলাইন থেকে যেকোন জিনিষ ক্র‍য় করতে পারি।
৩)এর মাধ্যমে এডমিশন নিতে পারি।
৪)যোগাযোগ মাধ্যম মজবুত হয়েছে।
৫) শিক্ষার মান উন্নত হচ্ছে।
৬) ঘরে বসেই রেজাল্ট দেখতে পারি।
৭)ঘরে বসে আয় করতে পারি।
৮)চিকিৎসা সেবার উন্নতি।
৯)ব্যাংকিং সেবার উন্নতি
১০) এর মাধ্যমে যখন যা প্রয়োজন তা খুজে পেতে পারি গুগলে সার্চের মাধ্যমে। #আর ক্ষতির ১০দিক।। ১)যুবসমাজ খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন খারাপ ভিডিও দেখে।২) অযথা কাজে অনেক সময় নষ্ট হয়, ।৩)এর মাধ্যমে ক্রাইম বাড়ছে।৪) মানুষ দিন দিন অলস হয়ে পড়ছে,,বসে থাকতে থাকতে।৫) এর মাধ্যমে হ্যাকাররা বিভিন্ন জিনিষ হ্যাক করে।৬)কম্পিউটারে ভাইরাস ছড়ানো।৭) কারো গোপনীয়তা সম্পর্কে অবগত হওয়া। ৮) অনেকেই এর প্রতি আসক্ত হয়ে লেখাপড়ায় অমনু্যোগী হয়ে যায়।৯) বিভিন্ন জাতী বা গোষ্টির সংসৃতিতে লিপ্ত হওয়া। ১০) অনেকক্ষন কম্পিউটার বা ফোন স্কিনের দিকে চাওয়ার দরুন চোখের ক্ষতি হওয়া।

উত্তর: shanta কর্তৃক

উপকারী দিক : ১ তথ্য -উপাত্ত সংগ্রহ করা ২প্রক্রিয়াস্থিত করা ৩ তথ্য ব্যবহার করা৪ যেকোনো ডকুমেন্ট পাঠানো যায় ৫তথ্য সংরক্ষণ করা যায় অপকারী দিক : ১মানুষ সহজে অপরাধ করতে পারে ২ মানুষের নৈতিকতা কমে যাচ্ছে ৩ মানুষ বিভইন্ন রোগে আক্রান্ত হচ্ছে ৪মানুষের সম্পক ভেঙে যাচ্ছে ৫প্রতারণা বেড়ে যাচ্ছে

উত্তর: abir কর্তৃক

তথ্য প্রযুক্তি আমাদের উন্নততর করেছে,দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে আমাদের জীবনমান উন্নত করেছে,শিক্ষাগ্রহন সহজ করে দিয়েছে,যেকোন তথ্যপ্রাপ্তি দ্রুততর করে দিয়েছে,মানবসম্পদ দক্ষ করতেও তথ্য প্রযুক্তি অবদান রাখছে,মোটকথা সুন্দর,শৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গড়তে তথ্য প্রযুক্তির বিকল্প নেই।অপরদিকে তথ্য প্রযুক্তি পাওয়া সহজলভ্য হওয়ান এর অপব্যবহার শুরু হয়েছে।এর অপব্যবহার মারাত্মক ক্ষতির কারন হতে পারে যেমন কোন গুরুত্বপূর্ন তথ্য ফাঁস হয়ে গেলে ব্যাক্তি,সমাজ বা,দেশের ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে।

আরও উত্তর (০)
উত্তর লিখুন


t
f


এই ধরণের আরো প্রশ্ন

প্রশ্ন: মানব জীবনে তথ্য প্রযুক্তির কয়েকটি ভাল ও খারাপ দিক

প্রশ্ন: মানব জীবনে তথ্য-প্রযুক্তির দশটি গুরুত্বপূর্ণ দিক

প্রশ্ন: শীর্ষ দশটি প্রযুক্তির নাম

প্রশ্ন: কম্পিউটারকে সমস্যা মুক্ত রাখতে হলে কি করতে হবে?

প্রশ্ন: তথ্য প্রযুক্তির দশটি উপকারী এবং অপকারী দিক

প্রশ্ন: ফেইসবুক ব্যবহারের পাঁচটি সুবিধা

প্রশ্ন: আমাদের ব্যক্তিগত, পড়াশুনা এবং অফিশিয়াল কাজের ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা কতটুকু?

প্রশ্ন: বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে তথ্য প্রযুক্তির দশটি গুরুত্বপূর্ণ ভূমিকা

প্রশ্ন জিজ্ঞেস করুন

সাধারন জ্ঞান জিজ্ঞেস করুন

সাইন আপ

লগ ইন

সাধারণ জ্ঞান

লিংক বিল্ডিং

পয়েন্ট উপার্জন

বিজ্ঞাপন

লিংক ও নীতিমালা