প্রশ্ন: জীবনের লক্ষ্য কেমন হওয়া উচিত?
উত্তর: (৪)
উত্তর: alal কর্তৃক
জীবনের একটি সুচিন্তিত লক্ষ হওয়া উচিত, যেখানে সফল হবার তিব্র ইচ্ছা থাকতে হবে এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে।
উত্তর: miki কর্তৃক
১)অর্থপূর্ণ হওয়া উচিত। ২)ভাল- মন্দের পার্থক্য অনুধাবন করা।৩) সময়ের সদ্ব্যবহার করা ৪) সেবা করার মানসিকতা থাকাউচিত।
উত্তর: shanta কর্তৃক
মানুষের জীবন একটাই হয়। এই জীবনটা সুন্দর করে গড়ে তুলতে সবারই ইচ্ছে করে। অনেক মানুষই তার নিজ জীবনের লক্ষ্য ঠিক করে রাখে। কেউ হতে চাই ডাক্তার, কেউ হতে চাই ইন্জিনিয়ার, আবার কেউ অন্য পেশার মানুষও হতে চাই। জীবনের লক্ষ্য এটাই হওয়া উচিত যে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতিরে উন্নয়নের জন্যে কাজ করতে হবে।
উত্তর: abir কর্তৃক
জীবনের লক্ষ্য হওয়া উচিত পরিকল্পনা মাফিক.যেটা দিয়ে নিজ জীবন সুন্দর করা যায়.
আরও উত্তর (০)
