প্রশ্ন: বাংলাদেশের মানুষের শীতকালীন জীবন যাত্রার দশটি উল্লেখযোগ্য দিক
শীতকালে মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। হেমন্তের বিদায় এবং বসন্তকে বরণ করার প্রতিক্ষার মধ্য দিয়ে শীতকাল অতিক্রম করে। এই সময় দারিদ্র্য শ্রেণির মানুষের মধ্যে দুর্ভোগ নেমে আসে।উত্তর: (৪)
উত্তর: alal কর্তৃক
১ শীতের সকালে মানুষ দেরিতে ঘুম থেকে উঠে
২ শীতের সময় মানুষ লেপ, কম্বল ব্যাবহার করে থাকে
৩ এসময় গ্রামের মানুষ ঘরে ফসল তোলার জন্য ব্যাস্ত থাকে
৪ শীতের সকালে খেজুর রস পাওয়া যায়
৫ শীতে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়
৬ দরিদ্র লোকেরা বেশি কষ্ট পায়
৭ শীতের সকাল কুয়াশাচ্ছন্ন থাকে বলে মানুষের সমস্যা হয়
৮ শীতে চা বেশি খায়
৯ শীতের দিনে পিঠা মেলার অায়োজন করে
১০ শীতে বিভিন্ন ধরনের ফুলের চাষ করে
উত্তর: miki কর্তৃক
১ কুয়াসাচ্ছন্ন সকাল
২ শীতকালীন পীঠা
৩ স্কুল কলেজে শীতকালীন অবকাশ
৪ খেজুরের রস
৫ জীবন যাত্রা বিপর্যস্ত
৬ রাজনৈতিক কর্মসূচি
৭ বিশ্ব ইস্তেমা
৮ বিজয় দিবস
৯ শীতের কাপর
১০ কম্বল বিতরন
উত্তর: shanta কর্তৃক
১.শীতকালে ঠান্ডা লাগে বেশি।
২.শীতকালে কুয়াশা পড়ে প্রচন্ড।
৩.শীতকালে গরম পোশাক পরিধান করতে হয়।
৪.শীতকালে পিঠা খেতে মজা লাগে।
৫.শীতকালে সবজি বেশি পাওয়া যায়।
৬.শীতের রৌদ্র ভারি মিষ্টি।
৭.শীতকালে খেজুরের রস পাওয়া যায়।
৮.শীত কালে সবাই লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাই।
৯.শীতকালের আবহাওয়া সুন্দর।
১০.শীত অনেক মজা দেয়।
উত্তর: abir কর্তৃক
১-পিঠা উৎসব করা।
২-ভ্রমনে যাওয়া।
৩-খেলাধুলা করা।
৪-শীতকালিন সবজি চাষ করা।
৫-রোদ পোহানো।
৬-কাঁথা সেলাই করা।
৭-কাঁথা বিক্রি করা।
৮-পিটা বিক্রি করা।
৯-পায়েশ খাওয়া।
১০-মাঠে কাজ করা।
