প্রশ্ন: ব্যবসায়ের কয়েকটি সুবিধা ও অসুবিধা
উত্তর: (৪)
উত্তর: alal কর্তৃক
সব দায়িত্ব নিজের। নিজের স্বাধীন মত কাজ করা যায়।
সকল রিক্স নিজেকে বহন করতে হয়।
উত্তর: miki কর্তৃক
ব্যবসায়ের সুবিধাসমূহ হলঃ
১) অধিক মুনাফা লাভ।
২) কর্মসংস্থান সৃষ্টি।
৩) আর্থিক উন্নয়ন সাধন।
ব্যবসায়ের অসুবিধাসমূহ হলঃ
১) ঝুঁকি বৃদ্ধি।
২) লোকসানে মুলধন হারানো।
৩) ব্যয় বৃদ্ধি।
উত্তর: shanta কর্তৃক
ব্যবসায়ের কয়েকটি সুবিধা সমূহ নিন্মে তুলে ধরা হল
১. অধিক পুঁজির সংস্থান
২. ঝুঁকি বণ্টন
৩. বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা ভোগ
৪. গবেষণা কাজে অর্থ ব্যয়
৫. গোপনীয়তা রক্ষা
ব্যবসায়ের কয়েকটি অসুবিধা সমূহ নিন্মে তুলে ধরা হল
১. গোপনীয়তা বজায় থাকে না
২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সমস্যা
৩. সীমিত কার্যক্ষেত
৪. বৃহদায়তন ব্যবসায়ের সুবিধার অভাব।
৫. সামাজিক মর্যাদা কম।
উত্তর: abir কর্তৃক
সুবিধা
১. অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়।
২. নিজের ইচ্ছেমত সময় অনুসারে পরিচালনা করা যায়
অসুবিধা
১. ঝুঁকি বেশি
আরও উত্তর (০)
