প্রশ্ন: অনলাইনে ব্যবসা করার সুবিধাগুলো কী কী?
উত্তর: (৫)
উত্তর: shanta কর্তৃক
১) সহজে লেনদেন করা যায়।
২) ব্যবসা করার জন্য কোন স্থান নির্বাচন করার প্রয়োজন নেই।
৩) দোকান ভাড়া করা লাগে না।
উত্তর: alal কর্তৃক
১) পুঁজি কম লাগে। ২) ব্যবসা করার জন্য দোকান ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ লাগে না। ৩) ভোক্তাদের পছন্দ অনুযায়ী জিনিস সরবরাহ ও স্টক করা যায়।
উত্তর: miki কর্তৃক
১.২৪ ঘন্টায় বিক্রি করা যায় ২.দোকান ভাড়া লাগেনা ৩.সেলস ম্যান না রাখলেও চলে
৪.মাল না কিনে, ছবি দেখে বিক্রি হলে, মাল কিনে দেওয়া যায়। ৫.সবার কাছে পৌছানো যায়।
উত্তর: shanta কর্তৃক
১. পুঁজি কম লাগে
২. দ্রুত কেনা বেচা করা যায়
৩. দোকান ভাড়ার প্রয়োজন নেই
৪. ঘরে বসেই পরিচালনা করা যায়
আরও উত্তর (১)
