প্রশ্ন: প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব
উত্তর: (৪)
উত্তর: alal কর্তৃক
১) বনভূমি ধ্বংস করছে।
২) পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে।
৩) প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হচ্ছে।
উত্তর: miki কর্তৃক
১ প্রকৃতিক সম্পদের পরিমান কমে যায়
২ সম্পদ নষ্ট হয়
৩ পরিবেশ দূষিত হয়
উত্তর: shanta কর্তৃক
১) বনভূমি ধ্বংস করছে। ২) পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। ৩) প্রাকৃতিক দূর্যোগ সৃষ্টি হচ্ছে।
উত্তর: abir কর্তৃক
প্রাকৃতিক সম্পদের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব খুবই ভয়াবহ। জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বেড়ে যাচ্ছে, ফলে তা খুব দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এছাড়া নদী, খাল-বিল আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, রাস্তা-ঘাটে যানজট বৃদ্ধি পাচ্ছে।
আরও উত্তর (০)
