প্রশ্ন: চাকরি অপেক্ষা ব্যবসার কয়েকটি সুবিধা?
আমাদের সমাজে ব্যবসার সম্পর্কে খারাপ ধারণা রয়েছে। অধিকাংশ মানুষই চাকরি করাটাকে ব্যবসা থেকে ভাল মনে করে থাকেন কিন্তু আমি মনে করি ব্যবসা চাকরি থেকে উত্তম। চাকরি অপেক্ষা ব্যবসার কয়েকটি সুবিধা হল।উত্তর: (৫)
উত্তর: shanta কর্তৃক
১) লাভ বেশি ২) স্বাধীনভাবে কাজ করা যায় ৩) ইচ্ছা মতো সিদ্ধান্ত নেওয়া যায় ৪) নিজের মতো ছুটি ভোগ করা যায়।
উত্তর: alal কর্তৃক
চাকরির থেকে ব্যবসা অনেক ভাল কারন ব্যবসাই কাওকে জবাবদিহি করতে হয় না, ব্যবসা করলে সাধিন ভাবে চলাফেরা করা যায় যা চাকরি তে নেই।
উত্তর: miki কর্তৃক
১।নিজের সময় নিজের কাছেই থাকে
২।কারও অধিনে থেকে কাজ করতে হয় না।
৩।নিজের স্বাধীনতা বজায় থাকে।
৪।মুনাফার পরিমান বেশি হয়।
উত্তর: shanta কর্তৃক
চাকুরি অপেক্ষা ব্যবসার সুবিধা নিন্মরুপ :
১. নিজের স্বাধীনতার সুবিধা।
২. অধিক উপার্জন।
৩. উপরোস্ত কর্মকর্তার কাছে জবাব দিহিতা নেই।
৪. ইত্যাদি।
আরও উত্তর (১)
