en

সুকুমার রায় এর জীবনী, গল্প, কবিতা এবং রচনা সমগ্র

বাংলা সাহিত্যে জনপ্রিয় লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার,প্রাবন্ধিক ও নাট্যকার হিসেবে যার নাম প্রথমে মনে পড়ে তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর সন্তান সুকুমার রায়। সুকুমার রায়ের জন্ম ১৮৮৭ সালের ৩০ শে অক্টোবর, কলকাতার এক ব্রাহ্ম পরিবারে। ছড়াকার সুকুমার এর বাবা শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী এবং মা বিধুমুখী দেবী। তার দুই ভাই এবং তিন বোন রয়েছে।কবি সুকুমার রায় এর পারিবারিক পরিবেশ সাহিত্যানুরাগী ছিল। পিতা উপেন্দ্রকিশোর ছিলেন শিশুতোষ গল্প ও জনপ্রিয় বিজ্ঞান লেখক, চিত্রশিল্পী, সুরকার ও শৌখিন জ্যোতির্বিদ। উপেন্দ্রকিশোরের ঘনিষ্ঠ বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি তাকে সরাসরি প্রভাবিত করেছিলেন।

কলকাতার সিটি স্কুল থেকে এন্ট্রাস পাশ করেন সুকুমার রায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০৬ সালে রসায়ন ও পদার্থ বিদ্যায় বি.এস.সি. (অনার্স) করার পর সুকুমার মুদ্রণবিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য বিলেতে যান। এরপর তিনি মুদ্রণবিদ্যায় উচ্চতর ডিগ্রি লাভ করে ১৯১৩ সালে কলকাতা ফিরে আসেন।

সুকুমার ইংল্যান্ডে থাকাকালীন উপেন্দ্রকিশোর একটি ছাপাখানা এবং ছোটদের মাসিক পত্রিকা সন্দেশ প্রকাশনা শুরু করেন। শিশুসাহিত্যিক সুকুমার রায় বিলেত থেকে ফেরার কিছুদিনের মধ্যে উপেন্দ্রকিশোরের মৃত্যু হলে তিনি পরিবারের সদস্যদের সহায়তায় ছাপাখানা ও সন্দেশ পত্রিকা পরিচালনার দায়িত্ব পালন করেন।

সুকুমার রায় ১৯১৪ সালে সূপ্রভা রায়কে বিয়ে করেন। তার একমাত্র পুত্র সত্যজিৎ রায়। তিনি খ্যাতিমান চলচ্চিত্রকার।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো