en

খৈয়াছড়া ঝর্ণা এক অনিন্দ্য সৌন্দর্যের অাধার

খৈয়াছড়া বাংলাদেশের সবচেয়ে বড় ঝরনাগুলোর একটি, চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়ায় যার জন্ম। তার অাগুনঝরা রুপমাধুরীর কারণে সম্প্রতি বাংলাদেশের পর্যটকদের বহুল পরিচিত এবং অালোচিত একটি নাম খৈয়াছড়া। কিন্তু খৈয়াছড়া জয় করতে অাপনার থাকতে হবে অপরিসীম ধৈর্য ও মনোবল। কারণ খাড়া এই পাহাড় বেয়ে এর সৈান্দর্যের সবটা দেখার চেষ্টা করা বেশ কঠিনই বলতে হবে। এই ট্রেইলের খরচ অন্যান্য সব ট্রেইলের চেয়ে অনেক কমই বলতে হবে। তাই অার দেরি না করে বেড়িয়ে পড়ুন খৈয়াছড়া দেখতে।

উপযুক্ত সময়

যেহেতু এটি একটি ঝরণা তাই স্বাভাবিকভাবেই খৈয়াছড়া ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল। কিন্তু এই সময়েই খৈয়াছড়া ভ্রমণ সবচেয়ে বিপদজনক হয়। তাই অবশ্যই সতর্ক থাকবেন।

পথনির্দেশ

চট্টগ্রামের একেখান থেকে সরাসরি বাস পাওয়া যায় বড়তাকিয়া পর্যন্ত।অার যারা চট্টগ্রামের বাইরে থেকে অাসবেন তারা সিতাকুন্ড গেটওয়ে পেরিয়ে নামবেন বড়তাকিয়া বাজারের একটু অাগে হাতের বাম পাশে খৈয়াছড়া লেখা সাইনবোর্ড দেখে। এরপর সামনের ছোট রাস্তাটা দিয়ে একটু সামনে গেলেই সিএনজি পেয়ে যাবেন। জনপ্রতি ২০ টাকা দিয়ে চলে যেতে পারবেন অনেকটা ভিতরে। এরপর থেকেই মূলত শুরু এডভেঞ্চারের। সামনের ছোট সাঁকোটি পেরিয়ে সোজা পথ ধরে হাঁটতে হাঁটতে ঢুকে যাবেন মূল ঝরণায়।খাবারের অর্ডার দিয়ে যেতে পারবেন এখান থেকে। দাম তুলনামূলক অনেক কম অার খাবারের মান যথেষ্ট ভাল।

যা দেখবেন

মূল ঝরণার অনেকটা অাগে থেকেই এর সৌন্দর্যের স্বাদ নিতে নিতে যাবেন ভেতরের দিকে। মূল ঝরণার নিচের ধাপটাও অনেক সুন্দর। এরপর থেকেই মূলত চ্যালেন্জের শুরু। দড়ি বেয়ে উঠবেন উপরের দিকে তবে খুব সাবধানে । বর্ষাকালে এই পথগুলো ভয়ংকর রকমের পিচ্ছিল হয়ে যায়।এরপর সাবধানে উপরের দিকে উঠতে দেখবেন একটা ধাপে সবাই গোসল করছে। সেখানে গোসল সেরে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন।

তারপর অাবার শুরু করতে হবে হাঁটা। তবে এই হাঁটা হবে নিজেকে ফিরে পাওয়ার হাঁটা কারণ সম্পূর্নরূপে শহুরে গন্ধ ত্যাগ করে নিখাঁদ সৌন্দর্যের সন্ধান পাবেন এই পথে চলতে চলতে। এর মাঝে ছবি তোলা অার ভিডিও করা তো থাকবেই তবে ভুলেও ঝুঁকিপূর্ণ স্থানে ছবি বা ভিডিও করতে যাবেন না।

এই পথ দিয়ে সামনে চলতে চলতে দেখবেন একটি খাঁড়া পাহাড়ের নিচে এসে পৌঁছেছেন।এবার এই খাঁড়া পাহাড় জয় করতে পারলেই জয় হয়ে যাবে খৈয়াছড়া।তবে খেয়াল রাখবেন এখান থেকে পা পিছলে নিচে পড়লে ভয়ংকর বিপদ ঘটতে পারে এমনকি মৃত্যুও হতে পারে।

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো