en

মনের মত করে আপনার থাকার ঘরটি । ঘর সাজানো টিপস

বাসস্থান তথা ঘর হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় জায়গা। সারাদিনের ব্যস্থতা শেষে যখন বাড়ি ফিরি তখন অনেক শান্তি পাওয়া যায়। তবে আপনার থাকার ঘরটিই যদি মনের মত না হয় তাহলে কি আর শান্তি পাওয়া যায়। তাছাড়া থাকার ঘরটি সুন্দর এবং সাস্থ্যকর না হলে মানুষিক এবং শারিরীকভাবে সুস্থ্য স্বাভাবিক জীবন-যাপন করা সম্ভব না। সেজন্য আমাদের বসবাসের জায়গাটাকে সুন্দর এবং সাস্থ্যকরভাবে তৈরি করা দরকার।বাসস্থান অর্থাৎ আমাদের থাকার জায়গাটি যদি সুন্দর থাকে তাহলে সারাদিন কাজের শেষে আমরা যখন ঘরে ফিরি তখন নিজের কাছে একটু শানিত লাগে। আমাদের ঘর যদি পরিষ্কার - পরিচ্ছন্ন থাকে তাহলে অসুখ বিসুখ কম হয়। ঘর যদি সাজানো গোছানো তাহলে দেখতেও ভাল লাগে এবং মনও ভাল থাকে।

আর মন ভাল থাকলে যেকোন কাজ করতে ভাল লাগে। কথায় আছে - "পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। " ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের থাকার ঘরটিও পরিষ্কার রাখতে হবে। এতে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তাই নিজে ভাল থাকার জন্য ও সবাইকে ভাল রাখার জন্য থাকার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো